ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে নির্বাচন সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সুস্পষ্ট ধারণা দেবে ইসি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিতে পারব।”
নির্বাচনে পর্যবেক্ষক বিষয়ে আখতার আহমেদ জানান, পর্যবেক্ষক হিসেবে আবেদনকারীর সংখ্যা ৩১৮টি। এসব আবেদন পর্যালোচনা চলছে। নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলের জন্যও প্রাথমিকভাবে ফিল্ড পর্যায়ে প্রতিনিধি পাঠানো হবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এর পদ্ধতি, প্রক্রিয়া, কাভারেজ এলাকা ও সময়সীমা ঠিক করতে আরও কিছু আলোচনা বাকি রয়েছে। আলোচনার পর নিয়মিতভাবে বিষয়টি নিয়ে ব্রিফ করা হবে।