যুবকদের ১০ লাখ টাকা ঋণ দিবে সরকার

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ জন যুবক-যুবতীকে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেবে সরকার। প্রতি জন গড়ে ৯ লাখ ৪৭ হাজার ৪১৮ টাকা করে পাবেন, তবে বিশেষ ব্যবস্থায় কেউ কেউ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান।

তিনি বলেন, আগামী ১২ আগস্ট ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হবে। প্রযুক্তিনির্ভর কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ এবং স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ততার মাধ্যমে যুব সমাজকে মানবসম্পদে পরিণত করতে অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে বছরে প্রায় ২ লাখ যুবক কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে যুক্ত হচ্ছেন।

গত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবক-যুবতীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে অধিদপ্তর। এবারে ঋণ সুবিধা পাচ্ছেন ২ হাজার ৫৩৪ জন যুব ও ২ হাজার ৪৫১ জন যুবনারী।

ড. সাইফুজ্জামান আরও জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ হাজার ৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ৬৪ জেলায় যুব সংগঠনের উদ্যোগে সমান সংখ্যক খাল ও জলাশয় পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং মোবাইল ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ছয় মাসে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

 

[print_link]