মসজিদ নির্মাণ করায় আশ ফাউন্ডেশনের বিরুদ্ধে অপপ্রচার

নেপালের সুনসারি জেলার ইনারাওয়ায় স্থানীয় মুসলিমদের চাহিদা ও প্রশাসনের অনুমোদনে ‘মসজিদে রাজ্জাক’ নির্মাণে সহযোগিতা করায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনকে (আশ ফাউন্ডেশন) জঙ্গিবাদ ও ধর্মান্তরের সঙ্গে জড়িয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

শনিবার সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

তিনি জানান, মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা প্রশংসা করলেও BLITZ, Highlandpost, Organiserসহ কিছু অনলাইন পোর্টাল এবং ভুয়া ফেসবুক পেজ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে। এসময় তিনি অভিযোগ করেন, BLITZ সম্পাদক সালাউদ্দীন শোয়েব চৌধুরী নেপাল-বাংলাদেশ সৌহার্দ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন।

প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ‘আমরা জাতিসংঘের স্বীকৃত অরাজনৈতিক এনজিও। স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ ও সামাজিক উন্নয়নে কাজ করছি এবং সব ধর্মের মানুষের জন্য সেবা দিয়ে আসছি। আমরা এ ধরণের মিথ্যা অপপ্রচারের নিন্দা জানাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিচ্ছি। আমি সবাইকে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, মিথ্যা সংবাদ প্রচারের পর সাপ্তাহিক ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন সোয়েব চৌধুরীকে আমি ফোন করলে তিনি আমি এবং আশ ফাউন্ডেশন সম্পর্কে জানে না বলে জানান। অথচ তিনি তার নিউজে আশ ফাউন্ডেশনকে জঙ্গিবাদ ও ধর্মান্তরের সাথে জড়িত বলে লিখেছেন। এ ধরণের দায়িত্ব জ্ঞানহীন ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারে হস্তক্ষেপ কামনা করছি।

[print_link]