ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেফ্টি পিস অ্যান্ড জার্টিস (আইপিএসপিজে) এশিয়া-বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম বলেছেন, স্বাধীনতার পর বারবার দেশের গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হয়েছে। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, অতীতের বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা, সাগর-রুনি হত্যা, নারায়ণগঞ্জের সাত খুনসহ বিভিন্ন গুম-খুন ও নির্বাচনী কারচুপির বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে গণহত্যার বিচারের রায় ২০২৫ সালের ১৫ নভেম্বরের মধ্যে কার্যকর করার দাবি জানান তিনি।
সৈয়দ মোস্তফা আলম আরও বলেন, বিচার, সংস্কার ও মানবাধিকার রক্ষায় দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানান।