ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান।

ফেসবুক পোস্টে পদত্যাগপত্র আকারে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বরাবর চিঠি প্রকাশ করেন তিনি। তাতে উল্লেখ করেন, দলটির সূচনালগ্ন থেকে সাতকানিয়ায় সাংগঠনিক কাজে সক্রিয় থাকলেও, সম্প্রতি ঘোষিত উপজেলা কমিটি গঠনে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি। তাঁর মতে, এক ব্যক্তির একক সিদ্ধান্তে গঠিত এই কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং তাঁকে আগে থেকে পদ সম্পর্কে জানানোও হয়নি। তাই তিনি পদ ও দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াচ্ছেন।

এ ইউ মাসুদ অভিযোগ করেন, কমিটি ঘোষণার আগে তাঁকে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়ার কথা বলা হলেও পরে যুগ্ম সমন্বয়কারীর পদ দেওয়া হয়। এতে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক ভূমিকা রাখতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তাঁর অভিযোগের বিষয়ে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক সিফাত হোসাইন বলেন, কমিটি ঘোষণার পর মাসুদের বিরুদ্ধে আওয়ামী লীগের সুবিধাভোগী হওয়ার অভিযোগ ওঠে, যা তিনি পরিষ্কার করতে পারেননি। ফলে কমিটির অন্য সদস্যরা তাঁর সঙ্গে কাজ করতে অনাগ্রহী ছিলেন। তবে কমিটি গঠনে কোনো আর্থিক লেনদেন হয়নি বলেও দাবি করেন তিনি।

এর আগে ১ আগস্ট ফেসবুক লাইভে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, কিছু মানুষের স্বার্থের কাছে আন্দোলনের লক্ষ্য হারিয়ে গেছে এবং সংগঠন কোরাম নির্ভর হয়ে পড়েছে।

[print_link]