বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী)-এর পরিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠাবে। এ নোটিশে তারা দাবি করেছেন, ৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালীন বিদেশ থেকে সাক্ষীরা আসতে না পারার সঙ্গে জড়িত ‘সাইফার মেসেজ’সহ অন্যান্য তথ্য প্রকাশ করা হোক। পরিবার সূত্রে জানা গেছে, আগামী রোববার নোটিশটি দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তার পরিবার। সংবাদ সম্মেলনে তার স্ত্রী, দুই ছেলে এবং মেয়ে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি জানান, বিচার চলাকালীন চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চেয়েছিলেন ডিফেন্স উইটনেস হিসেবে। তারা হলেন—মুহিব আরজুমান খান, আম্বার হারুন সায়গাল, ইসহাক খান খাকওয়ানী ও রিয়াজ আহমেদ নূহ। তবে ট্রাইব্যুনাল তাদের আসা নাকচ করে দেয়, ফলে তারা পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে সাক্ষ্য প্রদান করেন।
হুম্মাম জানান, সাক্ষীদের আসতে না দেওয়ার পেছনে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু ‘সাইফার মেসেজ’ জড়িত ছিল। তিনি বলেন, “সাইফার মেসেজে স্পষ্টভাবে চারজন সাক্ষীর নাম উল্লেখ করে বলা হয়েছিল, তাদেরকে ভিসা দেওয়া হবে না। এটি প্রমাণ করে, আমাদের সঙ্গে একটি বড় অন্যায় হয়েছে।”
তিনি আরও জানান, নোটিশের মাধ্যমে তারা বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানাবেন—এই সাইফার মেসেজগুলো ডি-ক্লাসিফাই করে তাদের কাছে হস্তান্তর করা হোক এবং যাদের নাম জড়িত ছিল, তারা সকলের নাম প্রকাশ করা হোক।