ছেলের জন্মদিনে দোয়া চাইলেন পরীমণি

ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। রোববার (১০ আগস্ট) পূণ্যর জন্মদিনে ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন পরীমণি।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। ছেলে আসার পর সময় কেমন চলে যাচ্ছে টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই, ওদের সঙ্গে।’

তিনি আরও লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ও দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। হ্যাপি বার্থডে বাজান—আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’

উল্লেখ্য, পূণ্য ছাড়াও গত বছর জুনে একটি কন্যাসন্তান দত্তক নেন পরীমণি, যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

[print_link]