চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের নামে স্লোগান, আটক ৬

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ ও স্লোগান দেওয়ার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আন্দরকিল্লা থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা চলাকালে ওই ছয়জনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘শোভাযাত্রায় ৫-৬ জন যুবক চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টা করলে আয়োজকরা বিষয়টি আমাদের জানায়। পরে তাদের আটক করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মুসলেখা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশ জানায়, শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘি, কোতোয়ালি, নিউ মার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় হয়ে জে এম সেন হলে গিয়ে শেষ হয়।

[print_link]