ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের সরিয়ে শহর থেকে অনেক দূরে পাঠানোর পরিকল্পনা ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের জন্য সরাসরি কারাগারে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, গৃহহীনরা অবিলম্বে শহর থেকে সরে যেতে হবে। তাদের জন্য নতুন থাকার ব্যবস্থা করা হবে, তবে তা রাজধানী থেকে অনেক দূরে থাকবে। অপরাধীদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কারাগারে পাঠানো হবে।

ট্রাম্প তার পোস্টে রাজধানীর রাস্তায় থাকা তাঁবু ও আবর্জনার ছবি শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, এই উদ্যোগ রাজধানীকে আগের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং পরিচ্ছন্ন করে তুলবে।

বর্তমানে ট্রাম্পের পক্ষ থেকে কোন আইনি ক্ষমতার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। ওয়াশিংটন ডিসির প্রশাসন জানায়, প্রেসিডেন্টের ক্ষমতা মূলত ফেডারেল জমি ও ভবনের মধ্যে সীমাবদ্ধ।

শহরের গৃহহীনতা নিয়ে কাজ করা কমিউনিটি পার্টনারশিপের তথ্যমতে, ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা প্রায় ৩,৭৮২ জন। এর মধ্যে প্রায় ৮০০ জন খোলা আকাশের নিচে বসবাস করছেন, বাকিরা জরুরি আশ্রয়কেন্দ্র বা অন্তর্বর্তীকালীন আবাসনে থাকেন।

এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে সাম্প্রতিক এক সহিংস ঘটনা, যেখানে এক তরুণ প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা চালানো হয়। ঘটনার পর ডিসিতে অতিরিক্ত ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, শহরে অপরাধের হার আগের তুলনায় কমেছে। ২০২৫ সালের প্রথম সাত মাসে সহিংস অপরাধ কমেছে ২৬ শতাংশ এবং সামগ্রিক অপরাধ প্রায় ৭ শতাংশ হ্রাস পেয়েছে। প্রয়োজনে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে বলেও তিনি জানান।

 

[print_link]