ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল। আগামী সেপ্টেম্বরে ইংলিশদের মাটিতে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে আজিজুল হাকিমের দল। সফরসূচিতে থাকবে আয়ারল্যান্ডের সঙ্গেও একটি ম্যাচ। আনুষ্ঠানিক সূচি প্রকাশ না হলেও বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিচ্ছে বাংলাদেশ দল। সদ্যই দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে কেবলই ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফিরেছেন আজিজুল হাকিমরা। তবে তাদেরকে ঘরে বসে থাকার সুযোগ দিচ্ছে না বিসিবি। আফ্রিকার চ্যালেঞ্জ শেষ করে ফেরার পর এবার আজিজুলের দল মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটিশ চ্যালেঞ্জের।

সেপ্টেম্বরে যুব দলের ইংল্যান্ডের বিপক্ষে ৫টি এবং আইরিশদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলার সূচি প্রায় নিশ্চিত করে ফেলেছে বিসিবি৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর।

আইরিশদের বিপক্ষে একমাত্র ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর। সিরিজকে সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে যুবা টাইগারদের। আগামী ৩১ আগস্ট এই সিরিজ খেলতে দেশ ছাড়বে আজিজুল হাকিমের দল।

[print_link]