আহানকে রাখি পরালেন অনন্যা

রাখি পূর্ণিমার বিশেষ দিনে এক ফ্রেমে ধরা দিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও ‘সাইয়ারা’র নায়ক আহান পান্ডে। শনিবার (৯ আগস্ট) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনে ভাইয়ের হাতে রাখি বেঁধে শুভকামনা জানালেন অনন্যা।

শাস্ত্র অনুযায়ী, এদিন বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সুরক্ষার কামনায় হাতে রাখি বাঁধেন। পারিবারিক আবহেই এ উৎসব পালন করেছেন বলিউডের এই দুই তারকা ভাই-বোন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁদের একগুচ্ছ ছবি। তাতে দেখা যাচ্ছে, পূজা শেষে হাসিমুখে আহানের হাতে রাখি পরাচ্ছেন অনন্যা। সঙ্গে ভাই-বোনের শৈশবের একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে—যেখানে ছোট্ট বয়সে একে অপরকে জড়িয়ে রয়েছে তারা।

পুরনো সেই স্মৃতিকে মনে করিয়ে দিতে একই ভঙ্গিতে আবারও ছবি তুলেছেন অনন্যা ও আহান। মন্তব্যের ঘরে তাঁদের জন্য ভক্তরা জানাচ্ছেন ভালোবাসা ও শুভকামনা।

[print_link]