ভারতের বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করছে ‘পুষ্পা ২: দ্য রুল’। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এই সিরিজে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন, আর তার বিপরীতে অভিনয় করা রাশমিকা মান্দানাও বেশ আলোচিত।
‘পুষ্পা ২’-এর ‘পিলিংস’ গানে রাশমিকার সাহসী নাচের দৃশ্য এখন আলোচনার কেন্দ্রে। সামাজিক মাধ্যমেও দর্শকরা তার নাচের প্রতি প্রশংসা জানাচ্ছেন।
তবে এই দৃশ্যটির শুটিং নিয়ে রাশমিকা বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। নাচের ভঙ্গিমা এবং কোরিওগ্রাফির কথা শুনেই নাকি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।
সম্প্রতি ভারতের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম গালাট্টা প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে ‘পিলিংস’ গানের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন রাশমিকা। তিনি জানান, “ছবি মুক্তির আগের কয়েকদিনে ‘পিলিংস’ গানের শুটিং শুরু হয়েছিল। মাত্র পাঁচ দিনে গানটির শুটিং শেষ করা হয়েছিল। প্রথমে যখন জানতে পারি এই গানটি ছবির অংশ হিসেবে থাকবে এবং আমাকে শুটিং করতে হবে, তখন আমি কিছুটা শঙ্কিত হয়েছিলাম। এরপর নাচের মহড়ার ভিডিও দেখলাম এবং আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, ‘কী হচ্ছে! আমাকে তো আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচতে হবে!’”
এছাড়া, রাশমিকা আরও বলেন, “ছবিতে প্রায়ই নায়করা নায়িকাকে কোলে তুলে নেন, কিন্তু আমি সত্যিই কোলে ওঠার ব্যাপারে খুবই ভয় পাই। আর এই গানে তো পুরোপুরি কোলে উঠেই নাচ করতে হয়। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কীভাবে নাচব। কিন্তু একবার সিদ্ধান্ত নেয়ার পর আমি নিজেকে পরিচালক এবং সহ-অভিনেতার কাছে পুরোপুরি সমর্পণ করে দিয়েছিলাম। তারপর বুঝে গিয়েছিলাম, ছবির জন্য যা যা প্রয়োজন, তা-ই করতে হবে।”
দক্ষিণী সিনেমায় নিজের ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বলিউডেও সমানতালে কাজ করছেন রাশমিকা। এরই মধ্যে তিনি ‘অ্যানিমেল’, ‘গুডবাই’-এর মতো হিন্দি সিনেমায় দর্শক মাত করেছেন। আগামী বছর সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমাতেও দেখা যাবে তাকে।