ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও প্রধান কার্যালয়ের সাবেক পরিচালক তৌহিদুল আনোয়ারকে বরিশালের আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও বিচারাধীন মামলার প্রেক্ষিতে এ বদলি করা হয়। তবে শুধু বদলিতে সন্তুষ্ট নন প্রতিষ্ঠানটির অনেক কর্মকর্তা-কর্মচারী।
বুধবার (২ জুলাই) ফাউন্ডেশনের আগারগাঁও প্রধান কার্যালয় ও বায়তুল মোকাররম কার্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। তারা দাবি জানান, শুধু বদলি নয়—তৌহিদুল আনোয়ারকে চাকরি থেকে অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তৌহিদুল আনোয়ার বিভিন্ন সময় ফাউন্ডেশনের ভেতরে অনৈতিক প্রভাব বিস্তার করেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ পদ এককভাবে দখলে রেখেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিচারাধীন মামলার বিষয়গুলো তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন তারা।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, তৌহিদুল আনোয়ার দীর্ঘদিন ফাউন্ডেশনে প্রভাবশালী অবস্থানে থেকে পদোন্নতি ও বদলিসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে প্রভাব বিস্তার করে আসছিলেন। এমনকি ফাউন্ডেশনের কর্মপরিবেশ নষ্ট করে গ্রুপিং, ষড়যন্ত্র ও মব কালচারের পরিবেশ তৈরি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মাতুয়াইলের একটি মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন অভিযোগ করেন, তৌহিদুল আনোয়ারের কারণে তাদের বেতন-ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তার অপসারণ ও বকেয়া পরিশোধের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে পরিচালক তৌহিদুল আনোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।