পণ্যবাহী প্রাইম মুভার চালকরা আবারও কর্মবিরতিতে নেমেছেন, ফলে পতেঙ্গা থেকে আগ্রাবাদমুখী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বন্দর ট্রাফিক বিভাগ জানিয়েছে, তারা যানজট নিরসনে কোনো পদক্ষেপ নিতে পারছে না। সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলার কারণে এই কর্মবিরতি শুরু হয়েছে, যা চালকরা জানিয়েছে।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে চালকরা কর্মবিরতি শুরু করেন। তাদের দাবি, সীতাকুণ্ড থানায় সংঘর্ষের ঘটনায় মামলা হওয়ার পর তারা গ্রেপ্তার আতঙ্কে আছেন এবং এই মামলা প্রত্যাহার না করা হলে গাড়ি চালাবেন না।
কর্মবিরতির কারণে সল্টগোলা ক্রসিংয়ে প্রাইম মুভার গাড়িগুলো পার্ক করা ছিল, তবে চালকরা ছিলেন না। কিছু চালক ইমাম শরীফ ফিলিং স্টেশন সংলগ্ন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে জড়ো হন।
এ বিষয়ে একজন শ্রমিক জানান, ‘গতকাল জেলা প্রশাসনে মিটিং হয়েছিল, তবে আজ রাতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।’ অন্য একজন বলেন, ‘আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের ফাঁসানো হচ্ছে, আমরা এ বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত গাড়ি চালাব না।’
এদিকে, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান নিশ্চিত করেছেন যে, ডিসি পার্কের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে, যার বাদী চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের। তিনি জানান, চালকদের মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু কর্মবিরতির কোনো কারণ নেই।
কর্মবিরতির কারণে পতেঙ্গা-আগ্রাবাদ সড়কে যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। তবে আগ্রাবাদগামী সড়কে যানজটের কোনো সমস্যা হয়নি।
লরি চালক সোলায়মান বলেন, ‘গত দুই দিন ধরে বন্দরের ভেতরে গাড়ি আটকে আছে। কর্মবিরতির কারণে গাড়ি বের করতে পারছি না। আশা ছিল আজ সমাধান হবে, কিন্তু আজ আবার কর্মবিরতি শুরু হয়েছে।’
চট্টগ্রাম ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর) কবীর আহম্মদ যানজটের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, সীতাকুণ্ডে সংঘর্ষের পর গত মঙ্গলবার রাত ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছিল। তবে পরবর্তী বৈঠকের পর অবরোধ উঠানো হলেও, দাবির সাথে সম্মতি না হওয়ায় প্রাইম মুভার চালকরা আবার কর্মবিরতি শুরু করেছেন।